যিহিষ্কেল 22:22 - বাংলা সমকালীন সংস্করণ22 হাপরের মধ্যে যেমন রুপো গলে যায় তোমরাও তেমনি তার মধ্যে গলে যাবে, আর তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই তোমাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়েছি।’ ” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 যেমন হাপরের মধ্যে রূপা গলানো হয়, তেমনি তার মধ্যে তোমাদেরকে গলানো হবে; তাতে তোমরা জানবে যে, আমি মাবুদ তোমাদের উপরে আমার গজব ঢাললাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 চুল্লীতে যেমন রূপো গলে যায়, ওরাও তেমনি গলে যাবে জেরুশালেমে। তখন তারা বুঝবে যে এ হল প্রভু পরমেশ্বরের ক্রোধানল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 যেমন হাপরের মধ্যে রৌপ্য গলান যায়, তেমনি তাহার মধ্যে তোমাদিগকে গলান যাইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি সদাপ্রভু তোমাদের উপরে আপন কোপ ঢালিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 রূপো আগুনে গলে গেলে স্বর্ণকার যেভাবে তা সংগ্রহ করে, সেই একই ভাবে তোমরা শহরে গলে যাবে। তখন তোমরা জানবে যে আমিই প্রভু আর এও জানবে যে আমিই তোমাদের বিরুদ্ধে আমার ক্রোধ ঢেলে দিয়েছি।’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 যেমন হাফরের মধ্যে রূপা গোলে যায়, তেমনি তার মধ্যে তোমাদেরকে গলান হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে আমার রাগ ঢেলে দিলাম। অধ্যায় দেখুন |