যিহিষ্কেল 22:2 - বাংলা সমকালীন সংস্করণ2 “হে মানবসন্তান, তুমি কি তার বিচার করবে? তুমি কি এই রক্তপাতের নগরের বিচার করবে? তাহলে তার জঘন্য কাজকর্মের বিষয় নিয়ে তার মুখোমুখি হও অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হে মানুষ সন্তান, তুমি কি বিচার করবে? সেই রক্তপাতের নগরীর বিচার করবে? তবে তার সমস্ত ঘৃণার কাজের কথা তাকে জানাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হে মর্ত্যমানব, নরঘাতকে পূর্ণ এই মহানগরীর বিচার করার জন্য তুমি কি প্রস্তুত? তাহলে তার সমস্ত জঘন্য অনাচারের কথা তাকে জানিয়ে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 হে মনুষ্য-সন্তান, তুমি কি বিচার করিবে? সেই রক্তলিপ্তা নগরীর বিচার করিবে? তবে তাহার সমস্ত ঘৃণার্হ ক্রিয়া তাহাকে জ্ঞাত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “মনুষ্যসন্তান, তুমি কি নিধনকারী শহরগুলির বিচার করবে? তারা যেসব ভয়ঙ্কর কাজ করেছে সে সম্বন্ধে কি তাকে বলবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 এখন তুমি মানুষের সন্তান, তুমি কি বিচার করবে? তুমি কি শহরের রক্তের বিচার করবে? তার সমস্ত ঘৃণার কাজ তাকে জানাও। অধ্যায় দেখুন |