যিহিষ্কেল 20:19 - বাংলা সমকালীন সংস্করণ19 আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমার নিয়মগুলি পালন করো ও আমার আইনকানুন রক্ষা করতে যত্ন নিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আমিই তোমাদের আল্লাহ্ মাবুদ; আমারই বিধিপথে চল ও আমারই অনুশাসনগুলো রক্ষা কর, পালন কর; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমিই তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর। তোমরা আমার বিধান ও অনুশাসন পালন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমারই বিধিপথে চল, ও আমারই শাসনকলাপ রক্ষা কর, পালন কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমিই প্রভু তোমাদের ঈশ্বর, তোমরা আমারই বিধি পালন কর ও আদেশ রক্ষা কর। তোমাদের যা বলি তাই কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমারই বিধিপথে চল ও আমারই শাসনকলাপ রক্ষা কর, পালন কর; অধ্যায় দেখুন |