যিহিষ্কেল 19:4 - বাংলা সমকালীন সংস্করণ4 জাতিরা তার বিষয় শুনতে পেল, আর সে তাদের গর্তে ধরা পড়ল। তারা তার নাকে বড়শি পরিয়ে মিশর দেশে নিয়ে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 জাতিরাও তার বিষয় শুনতে পেল; সে তাদের গর্তে ধরা পড়লো; আর তারা তার নাক ফুঁড়ে মিসর দেশে নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সমস্ত জাতি জানল তার কথা, সচকিত হল, ফাঁদ পেতে ধরল তাকে। শৃঙ্খলিত করে টেনে নিয়ে গেল মিশরে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 জাতিগণও তাহার বিষয় শুনিতে পাইল; সে তাহাদের গর্ত্তে ধরা পড়িল; আর তাহারা তাহার নাক ফুঁড়িয়া মিসর দেশে লইয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “‘লোকে তার গর্জন শুনল এবং তাকে একটি খাঁচায় ভরল। তারা যুব সিংহটির নাকে একটি আংটা পরাল এবং তাকে মিশরে নিয়ে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 জাতিরাও তার বিষয় শুনতে পেল; সে তাদের গর্তে ধরা পড়ল; তারা তাকে হুকে ঝুলিয়ে মিশর দেশে নিয়ে গেল। অধ্যায় দেখুন |