যিহিষ্কেল 19:13 - বাংলা সমকালীন সংস্করণ13 এখন সেটি কে মরুভূমিতে, শুকনো, জলহীন দেশে লাগানো হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এখন সে মরুভূমির মধ্যে নির্জল ও শুকনো ভূমিতে রোপিত হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এবার তাকে রোপণ করল ঊষর মরুতে, জলহীন এক প্রান্তরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 এখন সে প্রান্তরমধ্যে নির্জ্জল ও শুষ্ক ভূমিতে রোপিত হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “‘এখন সেই দ্রাক্ষালতা রোপিত হয়েছে মরুভূমিতে। সেটি একটি অত্যন্ত শুষ্ক ও তৃষ্ণার্ত ভূমি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 অতএব এখন সে মরুপ্রান্তের মধ্যে তৃষ্ণার্ত ও শুকনো জমিতে রোপিত হয়েছে। অধ্যায় দেখুন |