যিহিষ্কেল 16:21 - বাংলা সমকালীন সংস্করণ21 তুমি আমার সন্তানদের হত্যা করে মূর্তিদের কাছে উৎসর্গ করেছিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তোমার জেনা কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমার সন্তানদেরকেও জবেহ্ করে কোরবানী করেছ ও আগুনের মধ্য দিয়ে গমন করিয়েছ? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 উপরন্তু আমার সন্তানদেরও ঐ সব মূর্তির কাছে সঁপে দিলে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তোমার ব্যভিচার কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমার সন্তানগণকেও বধ করিয়া উৎসর্গ করিয়াছ, উহাদের জন্য [অগ্নির মধ্য দিয়া] গমন করাইয়াছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তুমি আমার সন্তানদের বলি দিতে তাদের এই মূর্ত্তিদের উদ্দেশ্যে আগুনের মধ্য দিয়ে অতিক্রম করালে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তোমার ব্যভিচার কি ছোট বিষয় যে, তুমি আমার সন্তানদেরকেও হত্যা করে উৎসর্গ করেছ এবং বলিদান করেছ প্রতিমার কাছে অধ্যায় দেখুন |