যিহিষ্কেল 11:24 - বাংলা সমকালীন সংস্করণ24 ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং তাঁর দেওয়া দর্শনের মধ্য দিয়ে আবার ব্যাবিলনে নির্বাসিতদের কাছে নিয়ে গেলেন। তখন যে দর্শন আমি দেখেছিলাম তা আমার কাছ থেকে উপরে উঠে গেল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর রূহ্ আমাকে তুলে দর্শনযোগে আল্লাহ্র রূহের প্রভাবে কল্দীয়দের দেশে নির্বাসিত লোকদের কাছে আনলেন; আর আমি যা দর্শন করেছিলাম, তা আমাকে ছেড়ে চলে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 দর্শনে ঈশ্বরের আত্মা আমাকে উপরে তুলে নিলেন এবং ব্যাবিলনে নির্বাসিতদের কাছে ফিরিয়ে আনলেন। আমার দর্শনের আবেশ কেটে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর আত্মা আমাকে তুলিয়া দর্শনযোগে ঈশ্বরের আত্মার প্রভাবে কল্দীয়দের দেশে নির্ব্বাসিত লোকদের কাছে আনিলেন; আর আমি যাহা দর্শন করিয়াছিলাম, তাহা আমার নিকট হইতে ঊর্দ্ধগমন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তারপর আত্মাটি আমায় তুলে নিয়ে আবার বাবিলনে সেই সব লোকদের কাছে, যারা ইস্রায়েল ছাড়তে বাধ্য হয়েছিল, সেখানে ফিরিয়ে আনল। আমি ঐসব ঈশ্বরীয় দর্শনে দেখলাম। তারপর যাকে আমি আমার দর্শনে দেখেছিলাম তিনি শূন্যে উঠে চলে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 এবং আত্মা আমাকে ওপরে তুলল এবং দর্শনযোগে ঈশ্বরের আত্মার প্রভাবে কলদীয়দের দেশে নির্বাসিত লোকদের কাছে আনলেন এবং আমি যা দেখেছিলাম, তা আমার কাছ থেকে ওপরে উঠে গেল। অধ্যায় দেখুন |