Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 11:11 - বাংলা সমকালীন সংস্করণ

11 এই নগর তোমাদের জন্য হাঁড়ি হবে না, আর তোমরা তার মধ্যেকার মাংস হবে না; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এই নগর তোমাদের জন্য হাঁড়ি হবে না এবং তোমরা এর মধ্যস্থিত মাংস হবে না;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11-12 তোমরা আমার বিধি-বিধান ও অনুশাসন অমান্য করে প্রতিবেশী জাতিগুলির ক্রিয়াকলাপ ও বিধি-বিধান পালন করছ। সেইজন্য ইসরায়েল দেশের যেখানেই তোমরা যাও না কের, আমার হাত থেকে তোমাদের রেহাই নেই। আমি তোমাদের শাস্তি দেবই। রান্নার হাঁড়ির মধ্যে মাংস যেমন সুরক্ষিত থাকে, এই নগরী সেইভাবে তোমাদের রক্ষা করবে না। তখনই তোমরা বুঝবে আমিই সেই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 এই [নগর] তোমাদের জন্য হাঁড়ী হইবে না, এবং তোমরা ইহার মধ্যস্থিত মাংস হইবে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 হ্যাঁ, এই জায়গা রান্নার পাত্র হয়ে উঠবে না। আর তোমরা তার মধ্যে পাক করা মাংস হবে না। আমি এই ইস্রায়েলের সীমাতেই তোমাদের শাস্তি দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 এই শহর তোমাদের জন্য রান্নার পাত্র হবে না, তোমার এর মধ্যে অবস্থিত মাংস হবে না; আমি ইস্রায়েল সীমান্তে তোমাদের বিচার করব।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 11:11
4 ক্রস রেফারেন্স  

তারা বলছে, ‘ঘরবাড়ি তৈরি করবার সময় কি হয়নি? এই নগরটি যেন রান্নার হাঁড়ি আর আমরা হচ্ছি মাংস।’


এই বিদ্রোহী জাতির কাছে একটি দৃষ্টান্তের কথা বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “ ‘হাঁড়ি চড়াও, হাঁড়ি চড়াও এবং তার মধ্যে জল দাও।


“ ‘কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ধিক্ সেই রক্তপাতকারী নগরকে, সে যেন একটি হাঁড়ি যাতে ময়লার স্তর পড়ে গেছে, যা পরিষ্কার হবে না! তাদের বিষয় গুটিকাপাত না করে একটি একটি করে মাংস বের করে খালি করো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন