যিহিষ্কেল 1:18 - বাংলা সমকালীন সংস্করণ18 সেগুলির বেড় ছিল উঁচু ও ভয়ংকর এবং চারটে বেড়ের চারিদিকে চোখে ভরা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তাদের নেমি উঁচু ও ভয়ঙ্কর এবং সেই চারটি নেমির চারদিক চোখে পরিপূর্ণ ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 চাকাগুলির বেড়ের গায়ে অসংখ্য চোখ বসান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তাহাদের নেমি উচ্চ ও ভয়ঙ্কর, এবং সেই চারিটী নেমির চারিদিক্ চক্ষুতে পরিপূর্ণ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 চাকার ধারগুলো ছিল লম্বা এবং ভয়ঙ্কর! চার চাকার ধার ছিল চোখে পূর্ণ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 চাকার বেড়ি অনুযায়ী সেগুলো উঁচু এবং ভয়ঙ্কর ছিল, কারণ সেগুলোর চারিদিকে চোখে ভর্তি ছিল। অধ্যায় দেখুন |