যিশাইয় 8:8 - বাংলা সমকালীন সংস্করণ8 তা যিহূদা প্রদেশে প্রবাহিত হবে, ঘূর্ণিপাক খাবে, তার মধ্য দিয়ে অতিক্রম করে, তার জল লোকদের ঘাড় পর্যন্ত উঠবে। হে ইম্মানুয়েল! তার প্রসারিত দুই ডানা তোমার দেশের বিস্তার পর্যন্ত আবৃত করবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 সে এহুদার দেশ দিয়ে বেগে বইবে, উথলে উঠে বাড়তে থাকবে, কণ্ঠ পর্যন্ত উঠবে; আর, হে ইম্মানূয়েল, তোমার দেশের বিস্তীর্ণ অঞ্চল তার মেলে দেওয়া পাখা দ্বারা ব্যাপ্ত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 বন্যার বেগে তারা যিহুদীয়াকে ভাসিয়ে নিয়ে যাবে, দুরন্ত ঢেউ তার কাঁধ ছাপিয়ে যাবে, ডুবিয়ে দেবে সব। কিন্তু, ইন্মানুয়েল! আমাদের সঙ্গে ঈশ্বর বর্তমান, তিনি দুই পক্ষ বিস্তার করে দেশকে রক্ষা করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 যে যিহূদার দেশ দিয়া বেগে বহিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, কণ্ঠ পর্য্যন্ত উঠিবে; আর, হে ইম্মানূয়েল, তোমার দেশের প্রস্থ তাহার পক্ষ দুইটীর বিস্তার দ্বারা ব্যাপ্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এই জল ঐ নদী উপচে যিহূদা দেশকে প্লাবিত করবে। এই জলে যিহূদা আকণ্ঠ নিমজ্জিত হবে এবং প্রায় গোটা দেশ ভেসে যাবে। “হে ইম্মানূয়েল তোমার গোটা দেশকে গ্রাস না করা পর্যন্ত, এই বন্যা তার তাণ্ডব চালিয়ে যাবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 সে যিহূদা দেশ দিয়ে বেগে বয়ে যাবে, উথলে উঠে বেড়ে যাবে, গলা পর্যন্ত উঠবে; আর, হে ইম্মানূয়েল, তোমার দেশ তার ডানা দুটির বিস্তারের মাধ্যমে পূর্ণ হবে। অধ্যায় দেখুন |