যিশাইয় 7:9 - বাংলা সমকালীন সংস্করণ9 ইফ্রয়িমের মস্তক হল শমরিয়া, আর শমরিয়ার মস্তক হল কেবলমাত্র রমলিয়ের পুত্র। তোমরা যদি বিশ্বাসে অবিচল না থাকো, তোমরা আদৌ দাঁড়াতে পারবে না।’ ” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আর আফরাহীমের মাথা সামেরিয়া ও সামেরিয়ার মাথা রমলিয়ের পুত্র। ঈমানে স্থির না থাকলে তোমরা কোনক্রমে স্থির থাকতে পারবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ইসরায়েলের রাজধানী শমরিয়া। এই শমরিয়াতেই রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকহ রাজত্ব করে। তার শক্তি আর কতখানি! ঈশ্বরের উপরে তোমাদের আস্থা যদি সুদৃঢ় না হয়, তাহলে তোমরা কোনক্রমে সুদৃঢ় প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর ইফ্রয়িমের মস্তক শমরিয়া, ও শমরিয়ার মস্তক রমলিয়ের পুত্র। স্থিরবিশ্বাসী না হইলে তোমরা কোন ক্রমে স্থির থাকিতে পারিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 যতদিন শমরিয়া ইফ্রয়িমের (ইস্রায়েল) রাজধানী থাকবে এবং যতদিন রমলিয়ের পুত্র শমরিয়ার শাসক থাকবে ততদিন তাদের ফন্দি সফল হবে না। তুমি যদি একথা বিশ্বাস না কর তাহলে লোকরা তোমাকে বিশ্বাস করবে না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 ইফ্রয়িমের মাথা শমরিয়া এবং শমরিয়ার মাথা রমলিয়ের ছেলে। তোমাদের বিশ্বাসে যদি তোমরা স্থির হয়ে না থাক তবে তোমরা কোনোভাবেই সুরক্ষিত থাকতে পারবে না। অধ্যায় দেখুন |