যিশাইয় 61:5 - বাংলা সমকালীন সংস্করণ5 বিদেশিরা তোমাদের পশুপাল চরাবে; বিজাতীয় লোকেরা তোমাদের মাঠগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জে কাজ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর বিদেশীরা দাঁড়িয়ে তোমাদের পাল চরাবে, বিজাতি-সন্তানেরা তোমাদের শস্য-ক্ষেতের কৃষক ও তোমাদের আঙ্গুর-ক্ষেতের পাইটকারী হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 বিদেশীরা সেবা করবে তোমাদের যত্ন নেবে তোমাদের পশুপালের, কাজ করবে তোমাদের কৃষিক্ষেত্রে, পরিচর্যা করবে তোমাদের দ্রাক্ষাকুঞ্জের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর বিদেশিগণ দাঁড়াইয়া তোমাদের পাল চরাইবে, বিজাতি-সন্তানেরা তোমাদের শস্যক্ষেত্রের কৃষক ও তোমাদের দ্রাক্ষাক্ষেত্রের পাইটকারী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন তোমার শত্রুরা তোমার কাছে এসে মেষদের যত্ন নেবে। তোমার শত্রুদের শিশুরা তোমার মাঠে ও বাগানে কাজ করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 বিদেশীরা দাঁড়াবে এবং তোমাদের ভেড়ার পাল চরাবে এবং বিদেশীদের সন্তানেরা তোমাদের শস্য ক্ষেতে ও আঙ্গুর ক্ষেতে কাজ করবে। অধ্যায় দেখুন |