যিশাইয় 60:15 - বাংলা সমকালীন সংস্করণ15 “যদিও তুমি পরিত্যক্ত ও ঘৃণিত হয়েছিলে, কেউ তোমার মধ্য দিয়ে যাতায়াত করত না, আমি তোমাকে চিরকালীন গর্বের স্থান এবং বংশপরম্পরায় সকলের আনন্দের কারণ করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে, তোমার মধ্য দিয়ে কেউ যাতায়াত করতো না, তার পরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী গর্বের পাত্র, বহু পুরুষ পরমপরার আনন্দের পাত্র করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 একদিন তুমি ছিলে জনহীন পরিত্যক্ত, ঘৃণিত এক নগরী। কিন্তু এবার আমি সাজাব তোমায় রাজকীয় মর্যাদা দিয়ে সমুন্নত মহিমায়, এ হবে আনন্দ নিকেতন যুগে যুগে, চিরকাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে, তোমার মধ্য দিয়া কেহ যাতায়াত করিত না, তৎপরিবর্ত্তে আমি তোমাকে চিরস্থায়ী শ্লাঘার পাত্র, বহু পুরুষপরম্পরার আনন্দের পাত্র করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “তুমি আর কখনও পরিত্যক্ত হবে না। তুমি পুনরায় ঘৃণার পাত্র হবে না, তুমি কখনও শূন্য হবে না। আমি তোমাকে চিরকালের জন্য মহান করে দেব। তুমি চিরকালের জন্য এখন থেকেই সুখী হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল, কেউ তোমার মধ্যে দিয়ে যেত না, তবুও আমি তোমাকে চিরদিনের র জন্য গর্বের পাত্র করব এবং এক বংশ থেকে আর এক বংশের কাছে আনন্দের বিষয় করব। অধ্যায় দেখুন |