যিশাইয় 45:4 - বাংলা সমকালীন সংস্করণ4 আমার দাস যাকোব ও আমার মনোনীত ইস্রায়েলের কারণে, আমি তোমার নাম ধরে তোমাকে ডাকি ও তুমি আমাকে না জানলেও আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমার গোলাম ইয়াকুবের ও আমার মনোনীত ইসরাইলের জন্য আমি তোমার নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমাকে না জানলেও তোমাকে উপাধি দিয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমি অভিষেক করেছি তোমায়, নিয়োগ করেছি আমার সেবক ইসরায়েলকে সাহায্য করার জন্য, যারা আমার মনোনীত। আমি দিয়েছি তোমাকে মহোত্তম সম্মান যদিও তুমি জান না আমার পরিচয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমার দাস যাকোবের ও আমার মনোনীত ইস্রায়েলের নিমিত্ত আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি; তুমি আমাকে না জানিলেও তোমাকে উপাধি দিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমি আমার দাস যাকোবের জন্য এইসব করি। আমি এইসব করি আমার নির্বাচিত লোক, ইস্রায়েলের লোকদের জন্য। কোরস নাম ধরে ডাকছি তোমাকে, তুমি জানো না আমাকে, তবু আমি তোমাকে নাম ধরে ডাকছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমার দাস যাকোবের জন্য এবং আমার নির্বাচিত ইস্রায়েলের জন্য, আমি তোমার নাম ধরে ডেকেছি; আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি যদিও তুমি আমাকে জানোনা। অধ্যায় দেখুন |