যিশাইয় 45:22 - বাংলা সমকালীন সংস্করণ22 “ওহে পৃথিবীর প্রান্তনিবাসী সকলে, আমার দিকে ফেরো ও পরিত্রাণ পাও; কারণ আমিই ঈশ্বর, আর কেউ নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 হে দুনিয়ার শেষ সীমাগুলো, আমার প্রতি দৃষ্টি করে উদ্ধার লাভ কর, কেননা আমিই আল্লাহ্, আর কেউ নয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 হে সমগ্র পৃথিবীর মানব, ফিরে এস আমার কাছে, লাভ কর পরিত্রাণ আমিই একমাত্র ঈশ্বর এক এবং অদ্বিতীয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমিই ঈশ্বর, আর কেহ নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 দূরবর্তী এলাকার লোকরা তোমরা মূর্ত্তির অনুসরণ বন্ধ কর। নিজেদের রক্ষা করতে তোমাদের উচিৎ আমাকে অনুসরণ করা। আমিই ঈশ্বর। অন্য কোন ঈশ্বর নেই। আমিই একমাত্র ঈশ্বর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 আমার দিকে ফেরো এবং সংরক্ষিত হও পৃথিবীর সব শেষ প্রান্তের মানুষ, কারণ আমি ঈশ্বর, আর কেউ ঈশ্বর নয়। অধ্যায় দেখুন |