যিশাইয় 42:8 - বাংলা সমকালীন সংস্করণ8 “আমি সদাপ্রভু; এই আমার নাম! আমার মহিমা আমি অন্য কাউকে দেব না, বা আমার প্রশংসা ক্ষোদিত প্রতিমাদের দেব না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আমি মাবুদ, এ-ই আমার নাম; আমি আমার গৌরব অন্যকে, কিংবা আমার প্রশংসা খোদাই-করা মূর্তিগুলোকে দেব না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 একমাত্র আমিই তোমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, সমস্ত গৌরব ও প্রশংসা আমারই প্রাপ্য, অদ্বিতীয় আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 “আমিই প্রভু। আমার নাম যিহোবা। আমার মহিমা আমি অপরকে দেব না। যে মহিমা আমার পাওয়া উচিৎ সেই প্রশংসা মূর্ত্তিদের আমি নিতে দেব না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 “আমি সদাপ্রভু, এই আমার নাম এবং আমি অন্যকে আমার গৌরব কিংবা প্রতিমাকে আমার প্রশংসা পেতে দেব না। অধ্যায় দেখুন |