যিশাইয় 40:25 - বাংলা সমকালীন সংস্করণ25 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 অতএব তোমরা কার সঙ্গে আমার উপমা দেবে যে আমি তার মত হব? এই কথা পবিত্রতম বলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 পবিত্র ঈশ্বরের সঙ্গে কার তুলনা চলে? আছে কি তেমন কেউ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 অতএব তোমরা কাহার সহিত আমার উপমা দিবে যে আমি তাহার সদৃশ হইব? ইহা পবিত্রতম কহেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 পবিত্র ঈশ্বর বলেন: “আমার সঙ্গে কারও তুলনা করতে পারবে কি? না! কেউ আমার সমান নয়।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 সেই পবিত্রজন বলছেন, “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কে আমার সমান?” অধ্যায় দেখুন |