যিশাইয় 40:12 - বাংলা সমকালীন সংস্করণ12 কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে, কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে? কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো, কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল এবং তরাজুতে যত পাহাড়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 কে তার হাতের তালুতে জলরাশি মেপেছে, বিঘত দিয়ে আসমান পরিমাণ করেছে, দুনিয়ার ধুলা ঝুড়িতে ভরেছে, দাঁড়িপাল্লায় পর্বতমালাকে ও নিক্তিতে উপপর্বতগুলোকে ওজন করেছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 দুহাতের অঞ্জলিতে কে পেরেছে পরিমাপ করতে সমুদ্রের জল? কে পেরেছে পরিমাপ করতে আকাশের অসীম বিস্তার দুটি অঙ্গুলি সীমায়? কে পেরেছে মাপতে সমগ্র পৃথিবীর ধূলারাশি শুধু একটি পাত্রে? কে পেরেছে তুলাদণ্ডে করতে ওজন পর্বতরাজিকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 কে আপন করতলে জলরাশি মাপিয়াছে, বিঘত দিয়া আকাশমণ্ডল পরিমাণ করিয়াছে, পৃথিবীর ধূলা পালিতে ভরিয়াছে, পাল্লাতে পর্ব্বতগণকে, ও নিক্তিতে উপপর্ব্বতগণকে তৌল করিয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 নিজের হাতে কে সমুদ্র মেপেছেন? আকাশ মাপতে কে তাঁর হাত ব্যবহার করেছেন? পৃথিবীর ধূলিকণা মাপতে কে তাঁর পাত্র ব্যবহার করেছেন? কে দাঁড়িপাল্লায় পাহাড় পর্বত ওজন করেছেন? প্রভু এসব করেছেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছে কিম্বা তার বিঘত দিয়ে আকাশের সীমানা মেপেছে? কে পৃথিবীর ধুল মাপের ঝুড়িতে ভরেছে কিম্বা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে? অধ্যায় দেখুন |