যিশাইয় 38:15 - বাংলা সমকালীন সংস্করণ15 কিন্তু আমার কী বলার আছে? তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং তিনি স্বয়ং এ কাজ করেছেন। আমার প্রাণের এই নিদারুণ যন্ত্রণার জন্য আমার সমস্ত জীবনকাল আমি নতনম্র হয়ে চলব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আমি কি বলবো? তিনি আমাকে বললেন, এবং নিজেই সাধন করলেন; আমার প্রাণের তিক্ততার কারণে অবশিষ্ট সমস্ত বছর আমি ধীরে ধীরে গমন করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 কি আর বলার আছে আমার? এ তো তোমারই সৃজন হৃদয়ের তিক্ততায় নিদ্রা নেই নয়নে আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমি কি বলিব? তিনি আমাকে কহিলেন, এবং নিজেই সাধন করিলেন; আমার প্রাণের তিক্ততা প্রযুক্ত অবশিষ্ট বৎসর সকল আমি ধীরে ধীরে গমন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমি কি বলতে পারি? আমার প্রভু আমাকে বলেছিলেন কি কি ঘটবে এবং তিনিই সে ব্যক্তি যিনি সে সব ঘটাবেন! এইসব সমস্যা বরাবরই আমার আত্মায় রয়েছে। তাই গোটা জীবন ধরেই আমি এখন নম্র থাকব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 আমি কি বলব? তিনি আমার সাথে কথা বলেছেন এবং নিজেই এটা করছে। আমার প্রাণের এই যন্ত্রণার জন্য আমি জীবনের বাকি সব বছরগুলো নম্র হয়ে চলব। অধ্যায় দেখুন |