যিশাইয় 35:5 - বাংলা সমকালীন সংস্করণ5 তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান আর বন্ধ থাকবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তৎকালে অন্ধদের চোখ খোলা যাবে, আর বধিরদের কান মুক্ত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 অন্ধ দেখবে নয়নভরে বধির শুনবে কানে খঞ্জ লাফাবে নৃত্যের তালে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে, আর বধিরদের কর্ণ মুক্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন অন্ধ মানুষরা চোখে দেখতে পারবে। তাদের চোখ খুলে যাবে। তখন বধিররা শুনতে পাবে। তাদের কান খুলে যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তারপর অন্ধদের চোখ খুলে যাবে এবং বধির কানের শুনতে পাবে। অধ্যায় দেখুন |