যিশাইয় 33:4 - বাংলা সমকালীন সংস্করণ4 যেমন শুঁয়োপোকা ও পঙ্গপাল মাঠের ফসল ও দ্রাক্ষালতা শূন্য করে দেয়, তেমনই পঙ্গপালের ঝাঁকের মতো লোকেরা ঝাঁপিয়ে পড়বে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পতঙ্গ যেমন সংগ্রহ করে, তেমনি লোকে তোমাদের লুট সংগ্রহ করবে; ফড়িংরা যেমন লাফায়, তেমনি লোকে তার উপরে লাফাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পঙ্গপাল যেমন সমস্ত শস্য নিঃশেষ করে যায় তেমনি তাদের সমস্ত ধনসম্পদ কেড়ে নেওয়া হয়েছে, লুন্ঠিত হয়েছে সব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পতঙ্গ যেমন সংগ্রহ করে, তেমনি লোকে তোমাদের লুট সংগ্রহ করিবে; ফড়িঙ্গেরা যেমন লাফায়, তেমনি লোকে তাহার উপরে লাফাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যুদ্ধে তোমরা জিনিসপত্র চুরি করেছিলে। সেই সব জিনিস তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। অনেক অনেক লোক আসবে। তারা তোমাদের ধনসম্পদ নিয়ে যাবে। এটা অনেকটা সেই সময়ের মতো হবে যখন পতঙ্গরা এসে শস্য ক্ষেতের সব ফসল খেয়ে নেয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 যেমনভাবে পঙ্গপাল জড়ো করে, তেমন তোমার লুটের জিনিসও সংগ্রহ করা হবে; পঙ্গপাল যেমন লাফায় তেমন মানুষও সেগুলোর উপরে লাফিয়ে পরবে। অধ্যায় দেখুন |