যিশাইয় 28:17 - বাংলা সমকালীন সংস্করণ17 আমি ন্যায়বিচারকে মানদণ্ড ও ধার্মিকতাকে করব ওলন-দড়ি; শিলাবৃষ্টি তোমাদের আশ্রয়স্থান, অর্থাৎ মিথ্যাচারকে ভাসিয়ে নিয়ে যাবে, আর জল তোমার লুকানোর স্থানের উপর দিয়ে বইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর আমি ন্যায়বিচারকে মানরজ্জু ও ধার্মিকতাকে ওলোনসূত্র করবো; শিলাবৃষ্টি ঐ মিথ্যারূপ আশ্রয় ফেলে দেবে এবং বন্যা ঐ লুকাবার স্থান ভাসিয়ে নিয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ন্যায়বিচার হবে এর মানরজ্জু এবং বিশ্বস্ততা হবে এর ওলোন সূত্র। যে মিথ্যার উপরে তোমরা নির্ভর করে আছ, সেই মিথ্যার আশ্রয়কে প্রচণ্ড শিলাবৃষ্টি ভাসিয়ে নিয়ে যাবে এবং বন্যায় ধ্বংস করে দেবে তোমাদের ঐ নিরাপত্তার মিথ্যা আশ্বাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর আমি ন্যায়বিচারকে মানরজ্জু, ও ধার্ম্মিকতাকে ওলোন সূত্র করিব; শিলাবৃষ্টি ঐ অলীকতারূপ আশ্রয় ফেলিয়া দিবে, এবং বন্যা ঐ লুকাইবার স্থান ভাসাইয়া লইয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 “দেওয়াল সরল কিনা তা জানার জন্য মানুষ এক ওলন দড়ি ব্যবহার করে। ঠিক একইভাবে কোনটা ঠিক তা দেখানোর জন্য আমি বিচার এবং ধার্ম্মিকতাকে ব্যবহার করব। তোমরা শয়তান মানুষরা যারা মিথ্যা এবং কৌশলের পিছনে লুকোতে চাও তারা শাস্তি পাবে। কোন ঝড় অথবা বন্যা আসছে তোমাদের লুকিয়ে থাকার স্থান ধ্বংস করতে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আমি ন্যায়বিচারকে মানরজ্জু ও ধার্মিকতাকে ওলনের সুতো করব; শিলাবৃষ্টি ওই মিথ্যের আশ্রয় ফেলে দেবে এবং বন্যা ওই লুকাবার জায়গায় ভাসিয়ে নিয়ে যাবে। অধ্যায় দেখুন |