যিশাইয় 27:3 - বাংলা সমকালীন সংস্করণ3 আমি সদাপ্রভু, তার উপরে দৃষ্টি রাখি; আমি তাতে নিয়মিতরূপে জল সেচন করি। আমি দিবারাত্র তাকে পাহারা দিই, যেন কেউই তার ক্ষতি করতে না পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমি মাবুদ তার রক্ষক, আমি প্রতিক্ষণে তাতে পানি সেচন করবো; কিছুতে যেন তার ক্ষতি না করে, সেজন্য দিনরাত তা রক্ষা করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এর দিকে আমি সতর্ক দৃষ্টি রাখি, জলসেচন করি নিয়মিত। কেউ যাতে এর কোন ক্ষতি করতে না পারে, তাই আমি দিনরাত একে পাহারা দিই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব; কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “আমি, প্রভু, সেই বাগানে ঠিক সময়ে জল দেব। দিন রাত্রি পাহারা দেব, তার যত্ন নেব। কেউ সেই বাগানের ক্ষতি করতে পারবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আমি সদাপ্রভু তার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাতে জল সেচন করব; কিছুতে যেন তার ক্ষতি না করে তার জন্য দিন রাত তা রক্ষা করব। অধ্যায় দেখুন |