যিশাইয় 15:9 - বাংলা সমকালীন সংস্করণ9 দীমোনের জলরাশি রক্তে পূর্ণ, কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব, মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 কারণ দীবনের পানি রক্তময় হয়েছে; আমি দীবনের উপরে আরও দুঃখ, মোয়াবের পলাতকের ও দেশের অবশিষ্টাংশের উপরে সিংহ আনয়ন করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 দীবোন শহরের নদীর জল রক্তে রাঙা হয়ে গেছে। এর পরেও মোয়াববাসীর জন্য ঈশ্বরের আরও কিছু ভয়াবহ দুর্দৈব অপেক্ষা করে আছে। মোয়াবে যারা অবশিষ্ট থাকবে, তাদের প্রত্যেককে নৃশংসভাবে হত্যা করা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 কারণ দীমোনের জল সমূহ রক্তময় হইল; আমি দীমোনের উপরে আরও দুঃখ, মোয়াবের পলাতকের উপরে ও দেশের অবশিষ্টাংশের উপরে সিংহ আনয়ন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 দীমোনের জল রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আমি দীমোনের জন্য আরো দুঃখ আনব। মোয়াবের খুব অল্পসংখ্যক লোক শত্রুদের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে। কিন্তু এইসব লোকদের ভক্ষণ করার জন্য আমি অনেক সিংহ পাঠাব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 কারণ দীমোনের জল রক্তে ভরা, কিন্তু আমি তার উপরে আরও দুঃখ আনব; মোয়াবের পালিয়ে যাওয়া লোকদের ওপরে এবং যারা দেশে বেঁচে থাকবে তাদের ওপরে সিংহ আঘাত করবে। অধ্যায় দেখুন |