যিশাইয় 14:18 - বাংলা সমকালীন সংস্করণ18 জাতিসমূহের সমস্ত রাজা রাজকীয় মহিমায় নিজের নিজের কবরে শুয়ে আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 জাতিদের সমস্ত বাদশাহ্, সকলেই সসম্মানে, প্রত্যেকে স্ব স্ব কবরে শয়ন করছেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 মর্ত্যলোকের রাজারা তাদের আড়ম্বরপূর্ণ সমাধিতে শুয়ে আছে কিন্তু অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 জাতিগণের সমুদয় রাজা, সকলেই সসম্মানে, প্রত্যেকে স্ব স্ব আগারে শয়ন করিতেছেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 পৃথিবীর সব রাজা সসম্মানে মারা গেছেন। প্রত্যেক রাজারই নিজস্ব সমাধি রয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 জাতিদের সব রাজা, তারা সবাই মহিমায়, প্রত্যেকে তাদের নিজেদের কবরে শুয়ে আছেন। অধ্যায় দেখুন |