যিশাইয় 13:3 - বাংলা সমকালীন সংস্করণ3 আমি আমার পবিত্রজনেদের আদেশ দিয়েছি; আমার ক্রোধ চরিতার্থ করার উদ্দেশে আমি আমার যোদ্ধাদের ডেকে পাঠিয়েছি, তারা আমার বিজয়ে উল্লাস করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমি নিজের পবিত্র লোকদের হুকুম করেছি, আমি আমার গজব কার্যকর করার জন্য আমার বীরদেরকে আহ্বান করেছি— যারা আমার বিজয়ে উল্লাস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আমি স্বয়ং আমার বলদৃপ্ত অসমসাহসী বীর সেনানীদের এই ধর্মযুদ্ধের ডাক দিয়েছি, তারা আমার ক্রোধকে কার্যে পরিণত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আমি আপনার পবিত্র লোকদিগকে আদেশ করিয়াছি, আমি আমার ক্রোধ সফল করণার্থে আমার বীরগণকে, আমার দর্পিত উল্লাসকারিগণকে, আহ্বান করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঈশ্বর বললেন, “আমি ঐসব লোকদের অন্যান্যদের থেকে আলাদা করেছি এবং তাদের বিষয়ে আমি নিজে আদেশ দিয়েছি। আমি ক্রুদ্ধ। আমি লোকদের শাস্তি দেওয়ার জন্য আমার শক্তিশালী যোদ্ধাদের একত্র করেছি, যারা আমার গর্ব ও আনন্দ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আমি আমার পবিত্র লোকদের আদেশ দিয়েছি, হ্যাঁ, আমি আমার রাগ সম্পন্ন করার জন্য আমার শক্তিশালী লোকদের, যারা বিজয়ে উল্লাস করে তাদের ডেকেছি। অধ্যায় দেখুন |