যিশাইয় 13:11 - বাংলা সমকালীন সংস্করণ11 আমি মন্দতার জন্য জগৎকে শাস্তি দেব, দুষ্টদের তাদের পাপের জন্য দেব। আমি উদ্ধতদের দর্পের অন্ত ঘটাব এবং অহংকারীদের নিষ্ঠুরতাকে নতনম্র করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর আমি দুনিয়ার লোকদের নাফরমানীর জন্য ও তাদের অপরাধের জন্য শাস্তি দেব; আমি অহঙ্কারীদের অহংকার শেষ করবো, দুর্দান্তদের গর্ব খর্ব করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 প্রভু পরমেশ্বর বলেন, এই মর্ত্যভূমিতে আমি আনব বিপর্যয়, দুষ্টদের শাস্তি দেব তাদের পাপের জন্য, প্রতিটি অহঙ্কারীর দর্প চূর্ণ করব, প্রতিটি গর্বোদ্ধত ব্যক্তিকে আমি নত করব, উদ্ধত ও নৃশংস ব্যক্তিকে শাস্তি দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর আমি জগতের উপরে দুর্বৃত্তির ফল ও দুষ্টগণের উপরে তাহাদের অপরাধের ফল বর্ত্তাইব; আমি অহঙ্কারীদের দর্প শেষ করিব, দুর্দ্দান্তদের গর্ব্ব খর্ব্ব করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ঈশ্বর বললেন, “আমি পৃথিবীতে বিপর্যয় ঘটাব। আমি দুষ্ট লোকদের তাদের পাপের জন্য শাস্তি দেব। আমি অহঙ্কারী লোকদের তাদের দর্প হারিয়ে দেব। আমি নিষ্ঠুর লোকদের গর্ব চূর্ণ করে দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আমি তার মন্দতার জন্য পৃথিবীকে এবং অপরাধের জন্য দুষ্টদেরকে শাস্তি দেব। আমি গর্বিতদের অহঙ্কার শেষ করে দেব এবং নিষ্ঠুরদের অহঙ্কার দমন করব। অধ্যায় দেখুন |