যিশাইয় 13:10 - বাংলা সমকালীন সংস্করণ10 আকাশের তারকারাজি ও তাদের নক্ষত্রপুঞ্জ আর তাদের দীপ্তি দেবে না। উদীয়মান সূর্য হবে অন্ধকারময়, আর চাঁদ তার জ্যোৎস্না দেবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 বস্তুত আসমানের তারাগুলো ও নক্ষত্রগুলো আলো দেবে না; সূর্য উদয়-সময়ে নিস্তেজ হবে ও চন্দ্র তার জ্যোৎস্না প্রকাশ করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আকাশের তারকা ও নক্ষত্ররাজি দীপ্তি হারাবে, উদিত সূর্যের আলোক রশ্মি হবে ম্লান, চাঁদ আর জ্যোৎস্না দেবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 বস্তুতঃ আকাশের তারাগণ ও নক্ষত্ররাশি দীপ্তি দিবে না; সূর্য্য উদয়-সময়ে নিস্তেজ হইবে, ও চন্দ্র আপন জ্যোৎস্না প্রকাশ করিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 সেই দিন আকাশে অন্ধকার ঘনিয়ে আসবে। সূর্য, চাঁদ এবং তারারা কিরণ দেবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 আকাশের তারা ও নক্ষত্রপুঞ্জ আলো দেবে না; এমনকি সূর্য্য ওঠার দিনের ও অন্ধকার থাকবে এবং চাঁদ উজ্জ্বল হবে না। অধ্যায় দেখুন |