যিশাইয় 11:7 - বাংলা সমকালীন সংস্করণ7 গরু ভালুকের কাছে একসঙ্গে চরে বেড়াবে, তাদের বাছুরেরা একসঙ্গে শুয়ে থাকবে, আর সিংহ বলদের মতোই বিচালি খাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 গাভী ও ভল্লুকী চরবে, তাদের বাচ্চাগুলো একত্র শয়ন করবে এবং সিংহ বলদের মত বিচালি খাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 গাভী ও ভল্লুকী চরবে একসাথে, তাদের বৎস ও শাবকেরা নিশ্চিন্তে একসঙ্গে শুয়ে থাকবে, সিংহরাও বিচালি খাবে গরুর মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 ধেনু ও ভল্লুকী চরিবে, তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে, এবং সিংহ বলদের ন্যায় বিচালি খাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 গরু এবং ভাল্লুক একসঙ্গে শান্তিতে বাস করবে। তাদের সমস্ত শাবকরাও একসঙ্গে বাস করবে। কেউ কারো অনিষ্ট করবে না। সিংহ গরুর মতো খড় খাবে। এমনকি সাপও মানুষকে দংশন করবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 গরু ও ভাল্লুক একসঙ্গে চরবে এবং তাদের বাচ্চারা একসঙ্গে শুয়ে থাকবে; সিংহ বলদের মত খড় খাবে। অধ্যায় দেখুন |