যিশাইয় 1:30 - বাংলা সমকালীন সংস্করণ30 তোমরা সেই ওক গাছের মতো হবে, যার পাতা শুকিয়ে যাচ্ছে, তোমরা জলহীন কোনো উদ্যানের মতো হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 কেননা তোমরা এলা গাছের শুকনো পাতা ও পানিহীন বাগানের মত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তোমাদের দশা হবে শুষ্কপত্র ওক গাছের মত, জলহীন উদ্যানের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 কেননা তোমার শুষ্কপত্র এলা বৃক্ষের ও নির্জ্জল উদ্যানের ন্যায় হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 কারণ ভবিষ্যতে তোমাদের অবস্থা এলা বৃক্ষের শুষ্ক পাতার মতো নির্জ্জলা, মৃতপ্রায় বাগানের মতো হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 কারণ তোমরা এলোন গাছের মত হবে যার পাতা শুকিয়ে গিয়েছে এবং সেই বাগানের মত হবে যার মধ্যে জল নেই। অধ্যায় দেখুন |