যিরমিয় 52:29 - বাংলা সমকালীন সংস্করণ29 নেবুখাদনেজারের রাজত্বের আঠারোতম বছরে জেরুশালেম থেকে 832 জন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 বখতে-নাসারের অষ্টাদশ বছরে তিনি জেরুশালেম থেকে আটশত বত্রিশজনকে বন্দী করে নিয়ে যান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 অষ্টাদশ বৎসরে জেরুশালেম থেকে 832 জনকে এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 নবূখদ্রিৎসরের অষ্টাদশ বৎসরে তিনি যিরূশালেম হইতে আটশত বত্রিশ জনকে বন্দি করিয়া লইয়া যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তাঁর রাজত্ব কালের অষ্টাদশ বছরে জেরুশালেম থেকে নেওয়া বন্দীদের সংখ্যা ছিল 832 জন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 নবূখদনিৎসরের রাজত্বের আঠারো বছরের দিন তিনি যিরূশালেম থেকে আটশো বত্রিশজন যিহূদী বন্দী করে নিয়ে যান; অধ্যায় দেখুন |