যিরমিয় 51:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তারা নিহত হয়ে ব্যাবিলনে পড়ে থাকবে, মারাত্মকরূপে আহত হয়ে পথে পথে পড়ে থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তারা কল্দীয়দের দেশে নিহত ও চকে তলোয়ারের আঘাতে মারা পড়বে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তারা আহত হয়ে তাদেরই শহরের পথে পথে পড়ে মারা যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহারা কল্দীয়দের দেশে নিহত ও চকে খড়্গবিদ্ধ হইয়া পতিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কল্দীয়দের দেশে বাবিলের সৈন্যদের হত্যা করা হবে। বাবিলের রাস্তায় তারা গুরুতরভাবে আহত হবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কলদীয়দের দেশে আহত লোকেরা পতিত হবে এবং তার রাস্তায় নিহত হয়ে পতিত হবে।” অধ্যায় দেখুন |