যিরমিয় 50:1 - বাংলা সমকালীন সংস্করণ1 ব্যাবিলন ও ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে সদাপ্রভু, ভাববাদী যিরমিয়কে এই কথা বলেন: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 মাবুদ ইয়ারমিয়া নবী দ্বারা ব্যাবিলনের বিষয়ে, কল্দীয়দের দেশের বিষয়ে, যে কথা বলেছিলেন তা এই— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ব্যাবিলন নগর ও তার অধিবাসীদের সম্বন্ধে, প্রভু পরমেশ্বরের এই বার্তা এল আমার কাছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সদাপ্রভু যিরমিয় ভাববাদী দ্বারা বাবিলের বিষয়ে, কল্দীয়দের দেশের বিষয়ে, যে কথা বলিয়াছিলেন, তাহা এই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 প্রভুর এই বার্তাটি বাবিল দেশ ও বাবিলীয়দের সম্পর্কে। যিরমিয়র মাধ্যমে প্রভু এই বার্তাগুলি জানিয়েছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 সদাপ্রভু যিরমিয় ভাববাদীর মাধ্যমে বাবিলের বিষয়ে, কলদীয় লোকেদের দেশের বিষয়ে, যে কথা ঘোষণা করেছিলেন, তা এই। অধ্যায় দেখুন |