যিরমিয় 48:2 - বাংলা সমকালীন সংস্করণ2 মোয়াবের আর প্রশংসা করা হবে না; হিষ্বোনে লোকেরা তার পতনের ষড়যন্ত্র করবে: ‘এসো, আমরা ওই জাতিকে শেষ করে দিই।’ ম্যাদমেন, তোমারও মুখ বন্ধ করা হবে; তরোয়াল তোমার পশ্চাদ্ধাবন করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 মোয়াবের প্রশংসা আর নেই, লোকেরা হিশ্বোনে তার অমঙ্গলার্থে মন্ত্রণা করেছে, ‘এসো, আমরা তাদেরকে উচ্ছিন্ন করি, জাতি হিসেবে আর থাকতে দেব না।’ হে মদ্মেনা, তুমিও নিস্তব্ধ হবে, তলোয়ার তোমার পিছনে তাড়া করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 বিগত হয়েছে মোয়াবের ঐশ্বর্য সম্পদ, দখল করেছে হিশবোন, মোয়াবী জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। মদমেনা শহর ধ্বংস হয়ে যাবে, তরবারি মিটাবে তার শোণিত পিপাসা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 মোয়াবের প্রশংসা আর নাই, লোকেরা হিশ্বোনে তাহার অমঙ্গলার্থ মন্ত্রণা করিয়াছে, ‘আইস, আমরা তাহাদিগকে উচ্ছিন্ন করি, জাতি থাকিতে দিব না।’ হে মদ্মেনা, তুমিও নিস্তব্ধ হইবে, খড়্গ তোমার পশ্চাদগামী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 মোয়াবের আর কখনো প্রশংসা করা হবে না। হিশ্বোনের লোকরা মোয়াবের পরাজয়ের পরিকল্পনা করবে। তারা বলবে, ‘এসো, আমরা ঐ দেশটি শেষ করে দিই।’ মদ্মেনা, তুমিও নিশ্চুপ হয়ে যাবে। প্রভুর তরবারি তোমাকেও তাড়া করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 মোয়াবের সম্মান আর নেই। তার শত্রুরা হিশবোনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তারা বলল, ‘এস, আমরা ঐ জাতিকে শেষ করে দিই। মদমেনা বিনষ্ট হবে একটি তরোয়াল তোমার পিছনে তাড়া করবে’। অধ্যায় দেখুন |