যিরমিয় 39:11 - বাংলা সমকালীন সংস্করণ11 এরপর, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তাঁর রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদনের মাধ্যমে যিরমিয়ের জন্য এই আদেশ দিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার ইয়ারমিয়ার বিষয়ে নবূষরদন রক্ষক-সেনাপতিকে এই হুকুম দিয়েছিলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 রাজা নেবুকাডনেজার সৈন্যাধক্ষ নেবুসর্দনকে এই আদেশ দিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 বাবিল-রাজ নবূখদ্রিৎসর যিরমিয়ের বিষয়ে নবূষরদন রক্ষক-সেনাপতিকে এই আজ্ঞা দিয়াছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 কিন্তু নবূখদ্রিৎসর যিরমিয়র ব্যাপারে নবূষরদনকে কিছু আদেশ দিয়েছিলেন। নবূষরদন ছিল নবূখদ্রিৎসরের বিশেষ দেহরক্ষীদের প্রধান। আদেশ ছিল: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 বাবিলের রাজা নবূখদনিৎসর যিরমিয়ের বিষয়ে রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদনকে আদেশ দিয়েছিলেন। তিনি বললেন, অধ্যায় দেখুন |