যিরমিয় 38:21 - বাংলা সমকালীন সংস্করণ21 কিন্তু যদি আপনি আত্মসমর্পণ করা অগ্রাহ্য করেন, তাহলে শুনুন, সদাপ্রভু আমার কাছে কী প্রকাশ করেছেন: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কিন্তু আপনি যদি যেতে অসম্মত হন, তবে মাবুদ আমাকে যা জানিয়েছেন, সেই কথা এই; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 কিন্তু, আপনি যদি আত্মসমর্পণে রাজী না হন, প্রত্যাখ্যান করেন তাঁকে, তাহলে যা ঘটবে, সেই ঘটনা এক দিব্যদর্শনে প্রভু পরমেশ্বর আমাকে দেখিয়ে দিয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 কিন্তু আপনি যদি যাইতে অসম্মত হন, তবে সদাপ্রভু আমাকে যাহা জ্ঞাত করিয়াছেন, সেই কথা এই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 কিন্তু আপনি যদি বাবিলের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেন তাহলে কি হবে তা প্রভু আমাকে আগেই দেখিয়েছেন। প্রভু বলেছেন: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 কিন্তু যদি আপনি যেতে অস্বীকার করেন, তবে সদাপ্রভু আমার কাছে যা প্রকাশ করেছেন, তা এই: অধ্যায় দেখুন |