যিরমিয় 36:18 - বাংলা সমকালীন সংস্করণ18 বারূক উত্তর দিলেন, “হ্যাঁ, তিনিই এসব কথা আমাকে বলেছেন এবং আমি কালি দিয়ে এই সমস্ত কথা এই পুঁথিতে লিখেছি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 জবাবে বারূক বললেন, তিনি আমার কাছে এসব কথা উচ্চারণ করছিলেন এবং আমি কালি দিয়ে এই কিতাবে সেগুলো লিখছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 বারুক উত্তর দিলেন, হ্যাঁ, যিরমিয়ই এর প্রতিটি শব্দ আমাকে মুখে বলেছেন আর আমি কালি দিয়ে সে সব কথা এই পাণ্ডুলিপিতে লিখেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 বারূক উত্তর করিলেন, তিনি মুখে আমার নিকটে এই সকল কথা উচ্চারণ করিতেছিলেন, এবং আমি কালি দিয়া এই পুস্তকে সে সমস্ত লিখিতেছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 বারূক উত্তর দিল, “হ্যাঁ! যিরমিয় আমাকে বলে গিয়েছে আর কালি দিয়ে সেই বাণী খাতায় আমি লিখে নিয়েছি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 বারূক তাঁদের বললেন, “তিনি আমাকে এই সব কথা নির্দেশ দিয়েছেন এবং আমি তা এই গুটানো কাগজে কালি দিয়ে তা লিখলাম।” অধ্যায় দেখুন |