যিরমিয় 32:1 - বাংলা সমকালীন সংস্করণ1 নেবুখাদনেজারের রাজত্বের আঠারোতম বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের দশম বছরে, যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 এহুদার বাদশাহ্ সিদিকিয়ের দশম বছরে, অর্থাৎ বখতে-নাসারের অষ্টাদশ বছরে, মাবুদের কাছ থেকে যে কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 যিহুদীয়ার রাজা সিদিকিয়ের রাজত্বের তখন দশ বৎসর এবং ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের রাজত্বের আঠেরো বৎসর চলছে। সেই সময় প্রভু পরমেশ্বরের বার্তা এল আমার কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 যিহূদা-রাজ সিদিকিয়ের দশম বৎসরে, অর্থাৎ নবূখদ্রিৎসরের অষ্টাদশ বৎসরে, সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বকালে প্রভুর বার্তা এল যিরমিয়র কাছে। নবূখদ্রিৎসর যখন রাজা হিসেবে 18 বছর পূর্ণ করেছেন তখন সিদিকিয় রাজা হিসেবে 10 বছরে পা দিয়েছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যিহূদার রাজা সিদিকিয়ের দশম বছরে, নবূখদনিৎসরের রাজত্বের আঠারো বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল। অধ্যায় দেখুন |