যিরমিয় 31:17 - বাংলা সমকালীন সংস্করণ17 তাই তোমার ভবিষ্যতের আশা আছে,” একথা সদাপ্রভু বলেন। “তোমার ছেলেমেয়েরা স্বদেশে ফিরে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তোমার শেষকালের বিষয়ে প্রত্যাশা আছে, মাবুদ এই কথা বলেন; হ্যাঁ, তোমার সন্তানেরা নিজেদের অঞ্চলে ফিরে আসবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তোমার আগামী দিনের আশা ভাস্বর হয়ে আছে, সন্তানেরা তোমার আবার আসবে ফিরে তোমার কোলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তোমার শেষকালের বিষয়ে প্রত্যাশা আছে, ইহা সদাপ্রভু বলেন; হাঁ, তোমার সন্তানগণ আপনাদের অঞ্চলে ফিরিয়া আসিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ইস্রায়েল, তোমার জন্য আশা আছে।” এই হল প্রভুর বার্তা। “তোমার সন্তানরা তাদের স্বদেশে ফিরে আসবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তোমার ভবিষ্যতের জন্য আশা আছে।” এটা সদাপ্রভুর ঘোষণা। “তোমার বংশধরেরা তাদের দেশে ফিরে আসবে। অধ্যায় দেখুন |