যিরমিয় 29:24 - বাংলা সমকালীন সংস্করণ24 তুমি নিহিলামীয় শময়িয়কে এই কথা বলো, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তুমি নিহিলামীয় শময়িয়ের বিষয়ে এই কথা বলবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24-25 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর নিহিলামবাসী শময়িয়কে দেবার জন্য আমাকে একটি বার্তা দিয়েছিলেন। শময়িয় জেরুশালেমবাসী সমস্ত লোককে মাসেয়ের পুত্র পুরোহিত সফনিয় ও অন্যান্য সমস্ত পুরোহিতদের কাছে একটি চিঠি লিখেছিল। চিঠিতে শময়িয় সফনিয়কে লিখেছিল: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তুমি নিহিলামীয় শময়িয়ের বিষয়ে এই কথা বলিবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 শময়িয়কেও একটা বার্তা দাও। শময়িয় নিহিলামীয় পরিবারের। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 নিহিলামীয় শময়িয়র বিষয়ে এই কথা বলেন, অধ্যায় দেখুন |