যিরমিয় 28:14 - বাংলা সমকালীন সংস্করণ14 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: আমি এসব জাতির কাঁধে লোহার জোয়াল দেব, যেন তারা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের দাসত্ব করে, আর তারা তার সেবা করবে। আমি তাকে, এমনকি, বন্য পশুদেরও উপরে নিয়ন্ত্রণ দেব।’ ” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 কেননা বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, এসব জাতি যেন ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের গোলাম হয়, সেজন্য আমি তাদের কাঁধে লোহার জোয়াল দিলাম; তারা তার গোলাম হবে; আর আমি তাকে মাঠের পশুগুলোও দিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর বলেছেন, এই সমস্ত জাতির গলায় তিনি লোহার যোঁয়ালি পরিয়ে দেবেন, তারা রাজা নেবুকাডনেজারের দাসত্ব করবে। পরমেশ্বর আরও বলেছেন, তিনি বন্য পশুদেরও রাজা নেবুকাডনেজারের সেবা করাবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, এই সকল জাতি যেন বাবিল-রাজ নবূখদ্নিৎসরের দাস হয়, তজ্জন্য আমি তাহাদের স্কন্ধে লৌহের যোঁয়ালি দিলাম; তাহারা তাহার দাস হইবে; আর আমি তাহাকে মাঠের পশুগণও দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ইস্রায়েলের ঈশ্বর সর্বশক্তিমান প্রভু বললেন, ‘আমি প্রত্যেকটি দেশকে লোহার জোয়ালে বাঁধব। তারপর আমি এইসব জাতিগুলিকে দিয়ে বাবিলের রাজা নবূখদ্রিৎসরকে সেবা করাব। আমি নবূখদ্রিৎসরকে বন্য পশুদেরও শাসন করার ক্ষমতা দেব।’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমি এই সমস্ত জাতির ঘাড়ে লোহার জোয়াল চাপিয়েছি, যাতে তারা বাবিলের রাজা নবূখদনিৎসরের সেবা করে। এমন কি, আমি তাকে বুনো পশুদের উপরেও কর্তৃত্ব দিলাম’।” অধ্যায় দেখুন |