যিরমিয় 27:12 - বাংলা সমকালীন সংস্করণ12 আমি যিহূদার রাজা সিদিকিয়কেও এই একই বাক্য দিয়েছি। আমি বলেছি, “তোমার কাঁধ ব্যাবিলনের রাজার জোয়ালের নিচে পেতে দাও, তাঁর ও তাঁর প্রজাদের সেবা করো, তাহলে তুমি বেঁচে থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে আমি সেসব কালাম অনুসারে এহুদার বাদশাহ্ সিদিকিয়কে এই কথা বললাম, আপনারা আপনাদের ঘাড় ব্যাবিলনের বাদশাহ্র জোয়ালের নিচে রেখে তাঁর ও তাঁর লোকদের গোলাম হোন, তাতে বাঁচবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যিহুদীয়ার রাজা সিদিকিয়কেও আমি একই কথা বললাম। ব্যাবিলনের রাজার অধীনতা স্বীকার কর, তার ও তার প্রজাবর্গের সেবা কর, তাহলে তোমরা বাঁচবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে আমি সেই সমস্ত বাক্যানুসারে যিহূদা-রাজ সিদিকিয়কে এই কথা বলিলাম, আপনারা আপন আপন গ্রীবা বাবিল-রাজের যোঁয়ালির নীচে রাখিয়া তাঁহার ও তাঁহার লোকদের দাস হউন, তাহাতে বাঁচিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আমি যিহূদার রাজা সিদিকিয়ের কাছেও এই বার্তা পাঠিয়েছি। আমি তাকে বলেছি, “তোমাকে জোয়ালের নীচে কাঁধ রাখতে হবে। তোমাকে বাবিলের রাজাকে সেবা করতে হবে ও তার বাধ্য হতে হবে। যদি তুমি বাবিলের রাজা ও লোকদের সেবা করো তাহলে জীবিত থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তাই আমি যিহূদার রাজা সিদিকিয়কে বললাম এবং এই সংবাদ দিলাম, “আপনারা আপনাদের ঘাড় বাবিলের রাজার জোয়ালের নীচে রাখুন এবং তাঁর ও তাঁর লোকদের সেবা করুন, তাতে আপনারা বাঁচবেন। অধ্যায় দেখুন |