যিরমিয় 26:22 - বাংলা সমকালীন সংস্করণ22 রাজা যিহোয়াকীম তখন অক্বোরের পুত্র ইল্নাথনকে অন্য কয়েকজনের সঙ্গে মিশরে প্রেরণ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তখন যিহোয়াকীম বাদশাহ্ অক্বোরের পুত্র ইল্নাথন এবং তার সঙ্গে অন্য কয়েকজন লোককে মিসরে প্রেরণ করলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তখন রাজা যিহোয়াকিম আখবোর-এর পুত্র এল-নাথান এবং মিশরের আর কয়েকজন লোককে পাঠালেন উরিয়কে খুঁজে আনার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তখন যিহোয়াকীম রাজা অক্বোরের পুত্র ইল্নাথনকে এবং তাহার সহিত অন্য কয়েক জন লোককে মিসরে প্রেরণ করিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কিন্তু রাজা যিহোয়াকীম ইল্নাথন সহ আরো কয়েক জনকে ঊরিয়কে ধরে আনার জন্য মিশরে পাঠিয়েছিলেন। ইল্নাথন ছিলেন অক্বোরের পুত্র। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তখন রাজা যিহোয়াকীম ইলনাথন, অকবোরের ছেলেকে এবং তার সঙ্গে আরও কয়েকজনকে মিশরে পাঠালেন। অধ্যায় দেখুন |