যিরমিয় 25:35 - বাংলা সমকালীন সংস্করণ35 পালকদের পালানোর কোনো স্থান থাকবে না, পালের নেতাদের পালানোর কোনো জায়গা থাকবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 ভেড়ার রাখালদের পলায়ন-স্থান কিংবা ভেড়ার আগে গমনকারীদের উত্তরণ-স্থান থাকবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তোমাদের পালাবার কোনও রাস্তা থাকবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 মেষপালকদের পলায়ন-স্থান কিম্বা মেষাগ্রগামীদের উত্তরণ-স্থান থাকিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 সেখানে মেষপালকদের লুকানোর কোন জায়গা থাকবে না। ঐ নেতারা পালাতে পারবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 মেষপালকদের আশ্রয় থাকবে না; পালের নেতারা রেহাই পাবে না। অধ্যায় দেখুন |