যিরমিয় 25:19 - বাংলা সমকালীন সংস্করণ19 মিশরের রাজা ফরৌণকে, তাঁর পরিচারকদের ও রাজকর্মচারীদের ও তাঁর সমস্ত প্রজাকে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 যেমন আজ হচ্ছে— মিসরের বাদশাহ্ ফেরাউন, তার গোলামেরা, তার কর্মকর্তারা ও তার সমস্ত লোক; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19-26 যারা পানপাত্র থেকে সুরা পান করেছিল তাদের নামের তালিকা: মিশরের রাজা, সমস্ত পারিষদবর্গ ও রাজ্যের নেতৃবৃন্দ, সমস্ত মিশরবাসী ও মিশরে প্রবাসী বিদেশীরা, উস দেশের রাজন্যবর্গ, ফিলিস্তিয়ার নগরী আসকেলন, গাজা, এক্রোন এবং অসদোদের অবশিষ্ট অংশের সমস্ত রাজারা, ইদোম, মোয়াব ও আম্মোনের অধিবাসীগণ, টায়ার ও সীদোনের রাজন্যবর্গ, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমস্ত রাজা, দেদান, তেমা ও বুস্ নগরীর সকল অধিবাসী, যারা চুল ছোট করে ছাঁটে, আরবদেশের সমস্ত রাজা, মরুভূমির উপজাতিদের রাজপুরুষগণ, সিম্রি, এলাম ও মিডিয়ার সমস্ত রাজা, দূরে বা নিকটে উত্তর দেশের রাজন্যবর্গ এবং পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত জাতি এই পাত্র থেকে একের পর এক সুরাপান করবে। সবশেষে এই পাত্রে পান করবে ব্যাবিলনের রাজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 যেমন অদ্য হইতেছে—মিসর রাজ ফরৌণ, তাহার দাসগণ, তাহার অধ্যক্ষগণ ও তাহার সমস্ত প্রজা; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 মিশরের রাজা ফরৌণকেও আমি ঐ পেয়ালার দ্রাক্ষারস পান করালাম। রাজার সভাষদ, নেতৃবৃন্দ এবং তার সমস্ত লোকরা প্রভুর ক্রোধের পেয়ালা থেকে দ্রাক্ষারস পান করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 অন্যান্য জাতিরাও এটা পান করেছে; মিশরের রাজা ফরৌণ, তার দাসেরা, তার রাজকর্মচারীরা, তার সমস্ত লোকেরা, অধ্যায় দেখুন |