যিরমিয় 2:3 - বাংলা সমকালীন সংস্করণ3 ইস্রায়েল ছিল সদাপ্রভুর কাছে পবিত্র, তাঁর শস্যের অগ্রিমাংশ; যারা তার অনিষ্ট সাধন করেছিল তারা অপরাধী সাব্যস্ত হয়েছিল, এবং তাদের উপরে নেমে এসেছিল বিপর্যয়,’ ” সদাপ্রভু এই কথা বলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 ইসরাইল মাবুদের উদ্দেশে পবিত্র, তাঁর আয়ের অগ্রিমাংশ ছিল; যেসব লোক তাকে গ্রাস করবে, তারা দোষী হবে; তাদের প্রতি অমঙ্গল ঘটবে, মাবুদ এই কথা বলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 হে ইসরায়েল, তখন তুমি ছিলে শুধু আমারই, ছিলে আমার পবিত্র অধিকার,আমাতেই নিবেদিত। যারা তোমায় আঘাত করেছে, তাদের প্রত্যেকের উপর নেমে এসেছে আমার চরম আঘাত, যন্ত্রণা ও বিপর্যয়। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, তাঁহার আয়ের অগ্রিমাংশ ছিল; যে সকল লোক তাহাকে গ্রাস করিবে, তাহারা দোষী হইবে; তাহাদের প্রতি অমঙ্গল ঘটিবে, ইহা সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ইস্রায়েলের লোকরা ছিল প্রভুর পবিত্র উপহার। তারা ছিল প্রথম ফল যেগুলি ঈশ্বরের দ্বারা ফলাবার কথা ছিল। যারা তাদের ক্ষতি করতে চাইত, তারা দোষী সাব্যস্ত হত। এইসব দুষ্ট লোকদের জীবনে খারাপ ঘটনাসমূহ ঘটেছিল।’” এই ছিল প্রভুর বার্তা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, ফসলের প্রথম অংশ! যারা সেই প্রথম অংশকে গ্রাস করেছে তারা পাপ করেছে! তাদের উপর অমঙ্গল ঘটবে, এটি সদাপ্রভুর ঘোষণা’।” অধ্যায় দেখুন |