যিরমিয় 17:3 - বাংলা সমকালীন সংস্করণ3 দেশের সর্বত্র তোমাদের পাপের কারণে, তোমাদের উঁচু স্থানগুলি সমেত দেশের মধ্যে অবস্থিত আমার পর্বত আর তোমাদের ঐশ্বর্য ও সমস্ত ধনসম্পদ, আমি লুটের বস্তু বলে বিলিয়ে দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 হে দেশের মধ্যেকার আমার পর্বত, আমি তোমার ঐশ্বর্য, তোমার সমস্ত ধনকোষ লুটদ্রব্যের মত বিতরণ করবো; গুনাহের দরুন তোমার সীমার সর্বত্র তোমার উচ্চস্থলীগুলোও বিতরণ করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 সারা দেশ জুড়ে তোমরা যে পাপাচার করেছ, তার শাস্তিস্বরূপ তোমাদের সমস্ত ধনসম্পদ শত্রু পাঠিয়ে আমি লুঠ করাব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 হে ক্ষেত্রস্থ আমার পর্ব্বত, আমি তোমার ঐশ্বর্য্য, তোমার সমস্ত ধনকোষ লুটদ্রব্য করিয়া বিতরণ করিব; পাপপ্রযুক্ত তোমার সীমার সর্ব্বত্র তোমার উচ্চস্থলী সকলও [বিতরণ করিব]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তারা মনে করবে উন্মুক্ত প্রান্তরে পর্বতের ওপরে কি হয়েছিল। যিহূদার লোকদের প্রচুর ধনসম্পত্তি। আমি এইসব অন্য লোকদের বিলিয়ে দেব। সেই লোকরা তোমাদের দেশে মূর্ত্তিসমূহের সমস্ত উচ্চ স্থানগুলি ধ্বংস করে দেবে। তোমরা সেই সমস্ত জায়গায় পূজা করেছো। এবং সেটা একটা পাপ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তারা গ্রামাঞ্চলের পর্বতের উপরের বেদীগুলি স্মরণ করে। আমি তোমার সম্পদ এবং তোমার সমস্ত ধনদৌলত লুটের জিনিসের মত দিয়ে দেব। কারণ তোমার পাপ তোমার সমস্ত সীমানার প্রত্যেক জায়গায় আছে। অধ্যায় দেখুন |