যিরমিয় 14:5 - বাংলা সমকালীন সংস্করণ5 এমনকি, মাঠের হরিণীও, ঘাস নেই বলে তার নবজাত শাবককে ফেলে চলে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এমন কি, ঘাস নেই বলে হরিণীও মাঠে প্রসব করে শিশু ত্যাগ করে চলে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 হরিণী তার সদ্যোজাত শিশুশাবককে পরিত্যাগ করেছে প্রান্তরে, কারণ সেখানে একগুচ্ছ তৃণও নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এমন কি, তৃণ নাই বলিয়া হরিণীও মাঠে প্রসব করিয়া শিশু ত্যাগ করিয়া যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তৃণের অভাবে হরিণী তার সদ্যজাত সন্তানকে একাকী মাঠেই রেখে চলে যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 এমন কি, হরিণী তার বাচ্চাকে মাঠে ছেড়ে দিয়েছে এবং তাদের ত্যাগ করেছে, কারণ সেখানে ঘাস নেই। অধ্যায় দেখুন |