যাত্রাপুস্তক 6:3 - বাংলা সমকালীন সংস্করণ3 সর্বশক্তিমান ঈশ্বররূপে আমি অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের কাছে আবির্ভূত হয়েছিলাম, কিন্তু সদাপ্রভু—আমার এই নামে পুরোপুরিভাবে আমি তাদের কাছে নিজের পরিচয় দিইনি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমি ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবকে ‘সর্বশক্তিমান আল্লাহ্’ বলে দর্শন দিতাম কিন্তু আমার ইয়াহ্ওয়েহ্ (মাবুদ) নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে সর্বশক্তিমান ঈশ্বররূপে দর্শন দিয়েছিলাম। আমার এই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর নাম আমি তাদের কাছে ব্যক্ত করি নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে ‘সর্ব্বশক্তিমান্ ঈশ্বর’ বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “আমিই হলাম প্রভু। আমি অব্রাহাম, ইস্হাক এবং যাকোবের সামনে নিজেকে প্রকাশ করতাম। তারা আমায় এল্সদাই (সর্বশক্তিমান ঈশ্বর) বলে ডাকত। আমার নাম যে যিহোবা তা তারা জানত না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে ‘সর্বশক্তিমান ঈশ্বর’ বলে দেখা দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না। অধ্যায় দেখুন |