Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 6:22 - বাংলা সমকালীন সংস্করণ

22 উষীয়েলের ছেলেরা: মীশায়েল, ইল্‌সাফন ও সিথ্রি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 উষীয়েলের সন্তান মীশায়েল, ইল্‌সাফন ও সিথ্রি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 উষিয়েলের সন্তান: মিশায়েল, ইলসাফন ও সিথ্রি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর উষীয়েলের সন্তান মীশায়েল, ইল্‌সাফন ও সিথ্রি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আর উষীয়েলের সন্তান হল মীশায়েল, ইল‌্সাফন ও সিথ্রি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আর উষীয়েলের সন্তান মীশায়েল, ইলীষাফণ ও সিখ্রি।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 6:22
5 ক্রস রেফারেন্স  

হারোণের কাকা উষীয়েলের ছেলে মীশায়েল ও ইল্‌সাফনকে মোশি ডাকলেন ও তাদের বললেন, “তোমরা এখানে এসো; ধর্মধামের সামনে থেকে দূরে, শিবিরের বাইরে তোমাদের জ্ঞাতিদের নিয়ে যাও।”


উষীয়েলের ছেলে ইলীষাফণ ছিলেন কহাতীয় গোষ্ঠীবৃন্দের বংশসমূহের নেতা।


তারপরে সব্বয়ের ছেলে বারূক প্রাচীরের বাঁক থেকে মহাযাজক ইলীয়াশীবের বাড়ির দ্বার পর্যন্ত আগ্রহের সঙ্গে মেরামত করল।


ইলীষাফণের বংশধরদের মধ্যে থেকে, নেতা শময়িয় ও তাঁর 200 জন আত্মীয়স্বজন;


ইলীষাফণের বংশধরদের মধ্যে থেকে, সিম্রি ও যিয়ূয়েল; আসফের বংশধরদের মধ্যে থেকে, সখরিয় ও মত্তনিয়;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন